দুঃখে আর কষ্টে বইছে আমার জীবন। না পারলাম স্ত্রী সন্তান সুখী করতে ,না পারলাম বাবা মা কে সন ২০১২, অভাব এবং পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে সে কি ঝগড়া অসীম হয়ে ছিল। সেদিন রাতে (যে দিন ঝগড়া হয়ে ছিলো ) আমি এক অবাক করা স্বপ্ন দেখি , আজকে আমি তারই বর্ণনা করবো ,যে স্বপ্ন আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছে।
আমি রাস্তার পাশে একটা হাপ্ পেন্ট পড়ে বসে আছি ,নাই অন্য কোন জামা কাপড় পরনে, উদম গায়ে বসা। এমন সময় আমার নানা মৃত নূর ইসলাম আমাকে এক বস্তা খানা দিয়ে গেল, আমি শুধু তার মুখের দিকে চেয়ে থাকলাম তিনি অনেক রাগ আমার উপর কারণ তার মেয়ে (মা) সব কিছুতে কষ্ট পাইতেছে তা, আমি বুঝতে পারছি, রাগ মাখা মুখ নিয়ে তিনি চলে গেলে। একটু পরে আমার দাদা ও তার ভাই দুই জন হাঁসতে হাঁসতে এক সাথে আস্তেছেন(দু জনই মৃত)। উনার দু জনে দুই বস্তা খানা আমার সামনে ফেলে গেল, ভাবছিলাম নানা গেল রাগ মুখে দাদারা গেল হাসি মুখে বুজলাম না ঘটনা কি।
No comments: