অচেনা অজানা পথ, ভুল এবং ভুলের মাশুল


ফ্যামিলি ক্রাইসিস দূর করতে করতে মানুষ থেকে গাদা হয়ে গেলাম, তারপর ও একদিন সবাই বলবে আমার জন্য কি করচস। এটা জানার পর ও গাদা হয়ে কাজ করছি, একটু ভালো থাকার আশায়। 

তাই লাইফে কিছু কিছু ভুল সিদ্ধান্ত ছিলো, ভুলের মাশুল দিয়ে যাচ্ছি, শান্তি কবে পাবো, অধিক পরিস্রমি ছিলাম তাই একটু সুখের দেখা পেলাম। কিন্তু সুখ ত সবার কপালে সয়না। ফ্যামিলির চাহিদা ও বাড়তে থাকে। 

যুগের সাথে তাল মিলিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সমান ভাবে বাড়তে থাকে এবং মানুষের চাহিদা। কিন্তু আমার বেতন তো আর বাড়ে না। 

সবার চাহিদা মেটাতে আমাকে আর একটা ভুল করতে হলো। মুরুব্বি রা কিছু কিছু বানী আমাদের জেনারেশন এর জন্য ছেড়ে গেছেন, যেমনঃ সুখে থাকলে ভুতে কিলায়, আপন পায়ে কুঠাল মারা, অতি চালাকে গলায় দড়ি, অতিরিক্ত কোনো কিছু ভালো না, লোভে পাপ,পাপে ম্রত্য। এ রকম হাজারো বাণি এ গুলো চিরন্তন সত্য। বুজা উচিৎ লাইফে সিদ্ধান্ত নিতে ভুল করলে সারা জীবন দুরদশা থাকবে।

অচেনা অজানা পথ, ভুল এবং ভুলের মাশুল অচেনা অজানা পথ, ভুল এবং ভুলের মাশুল Reviewed by abdul motaleb on December 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.