অর্জুন গাছের চাল এবং পাতার গুনাগুন
টার্মিনালিয়া অর্জুন টার্মিনালিয়া প্রজাতির একটি গাছ। এটি সাধারণত ইংরেজিতে অর্জুন বা অর্জুন গাছ, তেলেগু ভাষায় থেলা মাদ্রি, সিংহলে কুম্বুক, তামিলের মারুধা মারাম, মালায়ালামের নীড় মারুথু এবং বাংলাদেশে অর্জুন নামে পরিচিত।
বৈগ্গানিক নাম : Terminalia arjuna
অর্জুন গাছ সাধারণত লম্বা এবং বেশ মোটা হয় , বাংলাদেশের গ্রাম গঞ্জে সব জায়গায় এটি পাওয়া যায়। সব ধরণের মাটিতে অর্জুন গাছের বিস্তার হয় , আমি নিজেও অর্জুনের চাল পাতা ব্যবহার করেছি ,ডায়রিয়া আমাশায় কার্যকর ভুমিক রাখে। বুক ধড়ফড় করা দূর কর , হৃদপিণ্ডের পেশী শক্তি শালী করে এবং কার্যক্ষমতা বাড়ায়। লিভারসিরোসিসের টনিক হিসেবে ব্যবহার হয়। রিতুস্রাব জনিত সম্যসা ,ব্যথা দূর করে ,অর্জুনের চালের রস কাম শক্তি উদ্দীপনা বাড়ায়।
No comments: