বাংলাদেশি তরুণী মেহনাজের প্যারিস জয়

 

ছবি: দীপু মালাকার (প্রথম আলো )

এ গল্প এক বাংলাদেশী তরুণীর। ডাক্তারি না পড়ে বরং স্নাতক হয়েছেন বায়োকেমিস্ট্রিতে। অথচ অন্তর্লীন অনুরাগ ছিল ফ্যাশনের প্রতি। সখের বশে শুরু করলেও সেটাই হয়ে গেছে তাঁর দায়িত্ব। তাঁর পেশা। তবে ফ্যাশন ডিজাইন নয়, বরং তাঁর ক্ষেত্র ফ্যাশন কমিউনিকেশন। শীর্ষ এক ব্র্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্যাশন ক্যাপিটাল প্যারিস মাতিয়ে চলেছেন ২৬ বছরের এই মেয়ে । আরো জানতে লিংকে কিল্ক করুন 

বাংলাদেশি তরুণী মেহনাজের প্যারিস জয় বাংলাদেশি তরুণী মেহনাজের প্যারিস জয় Reviewed by abdul motaleb on January 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.