উৎসব–পোশাকে দেশীয় নকশা
পোশাকে দেশীয় নকশা প্রকাশ করে ঐতিহ্য আর সংস্কৃতি। তুলে ধরে যেন সে দেশের মাটির গন্ধ। আধুনিক কাট, ছাঁট বা নকশার মধ্যেও দেশীয় মোটিফ বা থিম তুলে ধরে স্বতন্ত্রতা। হাজার নকশার ভিড়েও জামদানি বা আলপনার ছাঁচ মনে করিয়ে দেয় এ দেশের কথাই। দেশীয় ফ্যাশন হাউসগুলো সব সময়ই চেষ্টা করছে পোশাকে নতুন কিছু নিয়ে আসার। তবে কিছু নকশা, মোটিভ বা থিম আছে, যা চিরন্তন। নতুনের সঙ্গে মিশে তৈরি করেছে ফিউশনধর্মী লুক। পোশাকের ওপর এনেছে নতুনত্ব। তৈরি করেছে নতুন ভাবনা। আরো পড়ুন বিস্তারিত এখানে ক্লিক
No comments: