হারানো কৈশোর
কৈশোরে খেলা দুলা আর মজ মাস্তিতে বেশির ভাগ সময় কাটতো , বন্ধুদের সাথে কত রকমের খেলা খেলতাম গোল্লা ছুট ,হা ডু ডু , মার্বেল ,কোট, জিক মারা, রাতের বেলা লুকালুকি, পানিতে ডুব দিয়ে একি টাকা , ফুটবল , ক্রিকেট , ইত্যাদি নাম না জানা আরো অনেক খেলা রয়েছে। যা কখনো মিস করতাম না , হঠাৎ আমার জীবনটা সংগ্রামে পরিণত হয়। পেটের দায়ে আমাকে কাজ করতে হত কৈশোর থেকে।
মা কে বললাম আর পড়া লেখা হবে না ,পড়া লেখা করলে খরচ কে দেবে এমনিতেই পেট চলেনা। মা বললো প্রয়োজনে আমি ভিক্ষা করবো তার পরও পড়া ছাড়বি না , আমিও তো মায়ের ছেলে প্রতিজ্ঞা করেছি মা কে ভিক্ষা করতে দেবোনা।
স্কুল ছুটির পর বিভিন্ন কাজ করতাম , নিজের খরচ মোটামুটি হয়ে যেত। যাই হোক কৈশোরটা শেষ অন্যরা খেলতো মাঝে মাঝে দর্শক হয়ে দেখতাম ,খেলতে পারতামনা কারণ কাজ করার পর শরীর টা আর চলতো না। যখন কাজ থাকতো না আর একজন বন্ধু সহ রাতে খাবার পরে গ্রামে ভিবিন্ন রাস্তায় ঘুরে বেড়াতাম রাত ১২টা পৰ্যন্ত। চিন্তা করতাম এই চলা কবে শেষ হবে যার কোন লক্ষ নাই। জীবন থেকে হারিয়ে গেলো কৈশোরের সব কিছু ,পরিণত হয়েছে জীবন সংগ্রাম।
No comments: