বলা হয়, নারীদের সৌন্দর্যই তাদের লম্বা চুলে। কিন্তু বর্তমানে চুল ওঠার মতই চুল ভেঙে পরাও তাদের জন্য একটি বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যায় ভুগছেন না এমন নারী হয়তো পাওয়া যাবেনা। শীতের মৌসুমে সে সমস্যা যেন এখন চরম শিখরে।
চুলের গোঁড়ায় পর্যাপ্ত পুষ্টি পেলেও চুলের বাকি অংশ অনেকটাই বঞ্চিত হয় পরিচর্যা করার ধাপ গুলো থেকে। পক্ষান্তরে, শীত মৌসুমে চুলের আগা ফাটা যেমন বেড়ে যায় তেমনই চুল ভেঙেও পরতে শুরু করে। শীত কালে অন্যান্য মৌসুমের তুলনায় চুলে ময়লাও বসে বেশি, তাই প্রায় প্রতিদিন প্রয়োজন পরে চুলে শ্যাম্পু করার। কিন্তু চুলে অতিরিক্ত শ্যাম্পু ব্যাবহারের ফলেও চুল আরও বেশি দুর্বল হয়ে পরে। ফরস্বরূপ, চুল বিনা কারনেই ভেঙে পরতে থাকে।Read more click here
No comments: