কাঁচা দুধ মুখের ত্বকের জন্য উপকারী

 


তবে কাঁচা দুধ খেয়ে নয় বরং এর সাহায্যে কিছু ফেস প্যাক বানিয়ে তা ত্বকে লাগাতে হবে। কাঁচা দুধে রয়েছে ভিটামিন-বি১২, ভিটামিন-বি৬, ভিটামিন-এ, ভিটামিন-ডি২ এবং প্রচুর পরিমাণে প্রোটিন; যা ত্বকের কোষকে পুনরায় সতেজ করতে সহায়তা করে। ফলে ত্বক হয় পূর্বের তুলনায় ফর্সা, মসৃণ ও কোমল। মুখের অবাঞ্ছিত ব্রণ দূর করে কাঁচা দুধ। ত্বককে রাখে হাইড্রেটেড, পাশাপাশি ময়েশ্চারাইজ করে। সেই সাথে ত্বকের কোলাজেন লেভেল প্রয়োজনীয় মাত্রার মধ্যেই ধরে রাখে।

দুধ, লেবুর রস এবং মধুর প্যাক। এই প্যাকটি অন্তত ১০ মিনিট মুখে ও ঘাড়ে লাগাতে হবে। অতঃপর কুসুম গরম পানি দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে নিতে হবে সপ্তাহে একদিন। 

হলুদ এবং কাঁচা দুধের প্যাক। মুখে ম্যাসাজ করে করে লাগাতে হবে। কমপক্ষে  ৫ মিনিটের মতো ম্যাসাজ করতে হবে এবং ম্যাসাজ শেষে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে কুসুম গরম পানি দিয়ে মুখ আলতো করে ধুয়ে নিতে হবে।

অ্যাভোকাডো পেস্ট এবং কাঁচা দুধের প্যাক। এই প্যাক কমপক্ষে ২০ মিনিট ধরে মুখে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

বাদাম পেস্ট এবং কাঁচা দুধের প্যাক সাথে মিশিয়ে । কমপক্ষে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখতে হবে। এবং  ঠাণ্ডা পানিতে  ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

কাঁচা দুধ মুখের ত্বকের জন্য উপকারী কাঁচা দুধ মুখের ত্বকের জন্য উপকারী Reviewed by abdul motaleb on January 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.